জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট: শালবনির ওড়িশা সিমেন্ট লিমিটেড কারখানায় গত কয়েকদিনে ১০ থেকে ১২ জন কর্মীর করোনা সংক্রমণ ঘটেছে বলে জানাগেছে। এরপরেও কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টাইনে না পাঠিয়ে কাজ চালিয়ে যেতে বলেন বলে কর্মীদের অভিযোগ। এছাড়াও আক্রান্তদের সংস্পর্শে আসা বাকি কর্মীদের করোনা পরীক্ষা করার ক্ষেত্রেও কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। কিছু কর্মী করোনা আক্রান্ত হওয়ায় অনেকে কয়েক দিনের জন্য ছুটি নিতে চেয়েছিলেন, কিন্তু তাদের বেতন কেটে নেওয়ার পাশাপাশি ছাঁটাই করার হুমকিও দেওয়া হয় বলে কর্মীরা অভিযোগ তুলেছেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শনিবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান সিমেন্ট কারখানার কর্মীরা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শালবনি থানার আইসি গোপাল বিশ্বাস। তার মধ্যস্থতার পর কর্তৃপক্ষ কর্মীদের অভিযোগের বিষয়গুলি বিবেচনা করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন কর্মীরা।

