জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: শুক্রবার সকালে ১০০ দিনের কাজে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃতের নাম সুদর্শন ভোক্তা (৫৮)। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দাসপুরে ১০০ দিনের কাজে যোগ দিতে যাওয়ার পথে পলাশপাই খালের জেলেঘাটা খেয়াঘাটে পারাপারের সময় অসুস্থ হয়ে পড়েন ওই শ্রমিক। তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা সেখান থেকে তাকে দাসপুরের গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই মৃত্যু হয় অসুস্থ শ্রমিকের। দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

