আমাদের ভারত, হলদিয়া, ৪ মার্চ: করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কের জেরে শুনশান হলদিয়া বন্দর। আতঙ্ক দূর করে কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে স্যানিটাইজেশনের কাজ শুরু করল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। ১৩ নম্বর বার্থ সহ বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ শুরু হল হলদিয়া বন্দরে। হলদিয়া বন্দরের ১৩ নম্বর বার্থে কর্মরত নিজামুদ্দিন ফেরত এক কর্মীর শরীরে করোনা ভাইরাস থাকার রিপোর্ট পজিটিভ আসার পর কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারই জেরে প্রায় অধিকাংশ শ্রমিক কাজ বন্ধ করে দেয়। ফলে শুনশান হলদিয়া বন্দর।
গতকাল বিকেল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় শ্রমিকদের তেমন একটা দেখা যায়নি। জরুরি ভিত্তিতে সাপ্লাই লাইন চালু রাখার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। আজ বিকেলে স্যানিটাইজেশন করে বন্দরের কর্মীদের মনোবল ফিরিয়ে আবার কাজে ফেরানোর উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।