আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ আগস্ট: রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে শুরু হল উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়া পুরসভা এলাকায় বাঁধ সংস্কারের কাজ। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভা এলাকার কাঙালি ঘাট, বিচলী ঘাট এবং নিমতলা গঙ্গার ঘাটের গঙ্গা তীরবর্তী ভাঙ্গা বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে।
সম্প্রতি বানের জলের ধাক্কায় গারুলিয়া পুরসভা এলাকার গঙ্গা তীরবর্তী বাঁধে ফাটল দেখা দেয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ভয় ছিল, এই সময় ভারী বৃষ্টিপাত হলে বাঁধের ফাটল বেড়ে যেতে পারে। সেই কারনে এলাকার বাসিন্দারা এই বাঁধের ফাটল সংস্কারের আবেদন জানায় প্রশাসনের কাছে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে বাঁধে ফাটলের বিষয়টি রাজ্য সরকারের সেচ দপ্তরকে জানানো হয়। প্রশাসনের প্রতিনিধিদল কয়েক দিন আগেই গারুলিয়া পুরসভা এলাকার গঙ্গা তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন। এরপরই গুরুত্ব বুঝে গারুলিয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে গঙ্গার বাঁধের ফাটল মেরামতির উদ্যোগ নেয় প্রশাসন।

শালবললা, বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতির কাজ শুরু হল সোমবার থেকেই। এই বাঁধের সংস্কারের কাজ সম্পন্ন হলে বিপদ মুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দারা। গারুলিয়া পুরসভার পৌর প্রশাসক সঞ্জয় সিং বলেন, “কাজ শুরু হল আজ থেকেই। এই পুরসভা এলাকার তিনটি ঘাটের বাঁধের সংস্কারের কাজ চলছে। এর ফলে উপকৃত হবেন গঙ্গা তীরবর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দা।” প্রশাসন সূত্রের খবর, পুজোর আগেই গারুলিয়ার গঙ্গা তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা ভাঙ্গা বাঁধের সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রশাসনের উদ্যোগে খুশী গারুলিয়া পৌরসভা এলাকার বাসিন্দারা।

