আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২১ নভেম্বর:
দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মিটতে চলেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভা এলাকায়। দ্বিতীয় পর্যায়ে পানিহাটি পুরসভার জল প্রকল্পের পাইপ লাইনের কাজের সূচনা হল শনিবার দুপুরে। কে এম ডি এ ১২৫ কোটি টাকা ব্যয়ে এই জল প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৭০ শতাংশ শেষ করেছে। শুক্রবার পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শেঠ কলোনিতে নতুন পানীয় জল প্রকল্পের পাইপ লাইনের কাজের উদ্বোধন হল। বিধায়ক নির্মল ঘোষ এই কাজের উদ্বোধন করেন।
দ্বিতীয় পর্যায়ে পানিহাটিতে যে জল প্রকল্পের কাজ চলছে তা আগামী ৫ মাসের মধ্যে তা শেষ হবে বলে কে এম ডি এ সূত্রের খবর। এই কাজ শেষ হলে পানিহাটি অঞ্চলের ৩৫ টি ওয়ার্ডের মোট ৫ লক্ষ মানুষ উপকৃত হবে। দ্বিতীয় পর্যায়ে যে জল প্রকল্পের কাজ চলছে তাতে মোট ৬ টি ওভারহেড জলট্যাংক এবং দুটি মাটির নিচে রিজার্ভার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জোর কদমে চলছে সেই কাজ। কে এম ডি এর পক্ষ থেকে এই কাজ শেষ হলে ২৪ ঘণ্টা পানীয় জল পাবে পানিহাটি পৌরসভা এলাকার সকল বাসিন্দারা। পানিহাটিতে যে জল প্রকল্প গড়ে উঠছে তাতে পানিহাটি বিধানসভার অন্তর্গত ২৯ টি ওয়ার্ড এবং খড়দহ বিধানসভার অন্তর্গত পানিহাটি পুরসভার বাকি ৬ টি ওয়ার্ড মিলিয়ে মোট ৩৫টি ওয়ার্ডের ৫ লক্ষ মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন পানিহাটির বিধায়ক তথা স্থানীয় পৌরপ্রশাসক নির্মল ঘোষ।