কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন:
আজ থেকে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের অন্তর্গত, ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে টিকাকরণ কর্মসূচি চালু হল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও ভগবন্তপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়।
শুরু হল ঘরে ঘরে ভ্যাকসিন দেওয়ার কাজ। ৮০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার কষ্টের কথা মাথায় রেখে, এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্প অনুযায়ী ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন দিলেন স্বাস্থ্য কর্মীরা। এলাকায় পৌঁছে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে তাঁরা। এখানেই শেষ নয়, টিকা দেওয়া হয়ে গেলে মেডিকেল টিম যাবে বাড়িতে, টিকা গ্রহণকারীর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে। এই প্রকল্প চালু হওয়ার জন্য বৃদ্ধ বৃদ্ধাদের টিকা নিতে ব্যাপক সুবিধা হবে বলে সাধারণমানুষ বলছেন।


