অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ জুন: করেনা ভাইরাসের আতঙ্কে জর্জরিত সারা বিশ্ব। আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। রুজি রোজগারের জন্য বাংলা ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছেন করোনা ভাইরাসের আতঙ্কে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পরিযায়ী শ্রমিকদের থাকার জন্য ব্লক প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কুলে করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। সেই সকল স্কুল গুলিতে স্যানিটাইজ করে জীবাণু মুক্ত করল দমকল বাহিনী।
রাজ্য শিক্ষা দফতর ঘোষণা করেছে লকডাউনের কারণে বন্ধ হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে। তার সূচি প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। তাই সাঁকরাইল ব্লকের তিনটি উচ্চমাধ্যমিক সেন্টার কুলটিকরি এসসি হাইস্কুল, দুধকুন্ডি এসসি হাইস্কুল ও পাথরা জয়চন্ডী এসসি হাইস্কুল স্যানিটাইজ করা হল বৃহস্পতিবার। এদিন দমকলের ইঞ্জিনের সাহায্যে হাইড্রোক্লোরাইড, ফিনাইল ও ব্লিচিং দিয়ে ৩টি স্কুল স্যানিটাইজ করলেন দমকল কর্মীরা।