Modi, Ram temple, কাজ শেষ,‌ অযোধ্যার রামমন্দিরে ধ্বজা ওড়াতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কবে? জেনে নিন

আমাদের ভারত, ১০ অক্টোবর: আগামী মাসের শেষে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। রাম মন্দিরের কাজ শেষ। তাই মন্দিরের মাথায় ধ্বজা তুলে কাজ শেষের ঘোষণা করবেন তিনি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৫ নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের উপর ধ্বজা ওড়াবেন তিনি। এই অনুষ্ঠানটির মাধ্যমে রাম মন্দির নির্মাণের সমাপ্তি ঘোষণা হবে।

মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই তারিখের জন্য এই বিষয় সম্মতি দিয়েছেন। নির্মাণ কাজের সমাপ্তি অনুষ্ঠানে মোদীর অংশগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। মিশ্র বলেন, প্রধানমন্ত্রীর ধ্বজা উত্তোলনের মাধ্যমে বোঝা যাবে মন্দির এবং এর পাশাপাশি অন্যান্য কাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভক্তরা ওইদিন এখানে আসতে পারবেন।

২০২২ সালের রাম মন্দির নির্মাণের প্রথম পর্ব শেষ হয় সেই বছর। মন্দিরের এক তলার নির্মাণ সম্পন্ন হয়। এরপরে ২০২৪ সালে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়। মন্দিরের গর্ভ গৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে।অন্যদিকে দ্বিতীয় তলায় বিভিন্ন ভাষায় রামায়ণের গল্পকে তুলে ধরে হয়েছে।

মিশ্র জানিয়েছেন, মূল মন্দিরের আশেপাশে মোট
১৪টি ছোট মন্দির তৈরি করা হয়েছে। এইসব মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে। দ্রুতই মন্দির প্রাঙ্গণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। উপাসনার জন্য খুলে যাওয়ার পর থেকে অযোধ্যার রাম মন্দিরে প্রায় সাত কোটি দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *