আমাদের ভারত, ৪ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঙ্গুল তুলে কথা বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাতে তাকে আঙ্গুল নামিয়ে কথা বলার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। একথা তিনি নিজেই জানিয়েছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চুড়ান্ত কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুয়েলভ পাশ বলে কটাক্ষ করেছেন।
এসআইআর নিয়ে অভিযোগ জানাতে কিছুদিন আগে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বাদানুবাদের কথা তিনি আগেই জানিয়েছিলেন। শুক্রবার বারুইপুরের সভায় সেই প্রসঙ্গ তুলেছিলেন অভিষেক। সেখানে তিনি বলেন, আমার সঙ্গে আঙ্গুল তুলে কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি আপনি মনোনীত আমি নির্বাচিত। বাঙালি কী দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এখন আমি গিয়েছি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন।”
এর পাল্টা জবাব দিয়ে আজ দাসপুরের সভা থেকে সুকান্ত মজুমদার বলেন, দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিফ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আঙ্গুল উঠিয়ে কথা বলবেন না? একজন আইএএস অফিসার। কানপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করার পর পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হয়েছেন, সে আঙুল ওঠাবে না টুয়েলভ পাশের কাছে? সে আঙুল ওঠাবে। কিসের জনপ্রতিনিধি? ভোট চুরি করে জন প্রতিনিধি হয়েছে। তাকে কেউ সম্মান করে না। ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি পাঁচ হাজার ভোটে জিতে আসুন তাহলে সেই সম্মান আপনি পাবেন। ভোট চুরি করে সুকান্ত মজুমদারকে বিবেকানন্দ শেখাতে আসবেন না।”

