আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুন: কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পূর্বে ঘোষিত কর্মসূচি ও অবস্থান বিক্ষোভে সামিল হল জলপাইগুড়ির মহিলা তৃণমূল কমিটি। মঙ্গলবার শহরের সমাজ পাড়ায় মঞ্চ করে রাজ্যের উন্নয়নে কেন্দ্র সরকার আর্থিক বঞ্চনা করছে বলে অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভের সামিল হন তৃণমূলের মহিলা কমিটি।
অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, কেন্দ্র সরকারের কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে এদিনের অবস্থান। একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা সহ অনান্য খাতে রাজ্যের পাপ্য টাকার দাবিতে এদিনের অবস্থান বিক্ষোভ ও ধর্ণা বলে জানালেন তৃণমূলের মহিলা নেত্রীরা। এদিন সকাল দশটা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত এই ধর্ণা মঞ্চ চলে।
এদিকে গতকালই কেন্দ্র সরকার রাজ্যের উন্নয়ন খাতে ৯ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। যদিও জেলা মহিলা তৃণমূলের সহ সভাপতি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্র সরকারের চমক। আমরা ভিক্ষা চাই না। আমাদের পাপ্য কেন্দ্র সরকারের কাছে এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা। সেই টাকা দেওয়ার দাবি জানাই। দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে।”
এদিনের ধর্ণা মঞ্চে ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নূরজাহান বেগম, তৃণমূল নেত্রী সুনীতি সরকার, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল সহ অনেকে।