স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ নভেম্বর:
শান্তিপুরের গোবিন্দপুর রেল গেটে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। গোবিন্দপুর রেলগেটের সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক দীর্ঘ দিন ধরে বেহাল। এই রাস্তা কৃষ্ণনগর থেকে শান্তিপুর শহরে ঢোকবার প্রধান রাস্তা। বহু দূর পাল্লার বাস এই ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়েই যাতায়াত করে। অভিযোগ এই সড়ক দুদিন বাদে বাদে খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চা বয়স্ক মানুষরা এই করোনা পরিস্থিতিতে ধুলোবালিতে অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেকদিন গাড়ির টায়ার বাস্ট হচ্ছে। রেললাইনের ওপর পড়ে গিয়ে প্রায়ই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রত্যেকদিন তাদের পরিবার অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় ধুলোতে। তাই ভালো পিচ দিয়ে রাস্তা না হলে এরপর তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান প্রতিবাদী মহিলারা।