জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নীলাম্বর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং চুনী কোটাল চ্যারিটিবল ট্রাস্টের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পাথরকুমকুমি লোধা কমিউনিটি হলে মূলত লোধা শবর উপজাতির মা ও বোনেদের নিয়ে অনুষ্ঠিত হল একটি নারী স্বাস্থ্য সচেতনতা শিবির। সোমবার সকালে আয়োজিত এই শিবিরে নারী স্বাস্থ্য সচেতনতার বার্তা ও পঞ্চাশ জন মহিলা, যুবতীর হাতে দুটি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্গানাইজেশেনের সম্পাদক অভ্রজ্যোতি নাগ।
উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি অধিকারিক অনন্যা মজুমদার, লালগড় গার্লসের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, বেলেবেড়া হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র, শিক্ষিকা শ্রাবণী নাগ, চুনী কোটাল ট্রাস্টের সম্পাদক মৃণাল কোটাল, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক সুমনজিৎ দে,শালবীথির সম্পাদিকা রীতা বেরা, সংকল্পের সম্পাদিকা পারমিতা সাউ, সমাজসেবী পিন্টু সাউ, রাকেশ সিংহ দেব প্রমুখ। এদিন নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি তথ্য চিত্রও প্রদর্শিত হয়। পাশাপাশি এদিন কমিউনিটি হল ক্যাম্পাসে অবস্থিত চুনী কোটালের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।