আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার সক্রিয় সহযোগিতায় মায়া স্পোর্টস একাডেমি নামে মহিলা ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন এবং সেই সঙ্গে মারণ করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সচেতনতামূলক বার্তা প্রদান করা হল। এলাকার সাধারণ দুঃস্থ মানুষের হাতে চাল, ডাল, আলু সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হল এদিন।
ইংল্যান্ড নিবাসী বাঙালি হীরেন সিংহ রায় ও তার স্ত্রী রোদিকার আর্থিক আনুকূল্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মহিলা ফুটবল প্রতিভা অন্বেষণের কাজ করে মায়া ফুটবল অ্যাকাডেমি। করোনার জেরে ভয়াবহ অবস্থা ইংল্যান্ডে। সেদেশেও সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু প্রথম বিশ্বের দেশ হিসেবে অনেক এগিয়ে থাকলেও এই করোনা মোকাবিলা করতে গিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছে সে দেশ। আর সেই কারণে ভারতবর্ষের মানুষ, সুন্দরবনের মানুষ যাতে সরকারের সমস্ত রকম নির্দেশিকা মেনে লকডাউনকে সফল করেন সেই কারণে সুদূর ইংল্যান্ড থেকে এই দম্পতি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের গরিব দুঃস্থ মানুষদের জন্য ত্রাণ বিলির ব্যবস্থা করেছেন। বাসন্তী থানার পুলিশ ও বাসন্তী থানার ট্রাফিক গার্ডকে সাথে নিয়ে এই অ্যাকাডেমির অন্যতম সঞ্চালক নাসের আলি গ্রামে গ্রামে গিয়ে এই ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি এই অবস্থায় কোনভাবেই যাতে মানুষজন বাড়ির বাইরে না বের হন সে বিষয়ে ও কিভাবে করোনা মোকাবিলা করতে হবে সেই বার্তা দেওয়া হয়।