জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ মার্চ:
জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং বাংলা, ইংরাজি ও ইতিহাস বিভাগের পরিচালনায় ৮ মার্চ মঙ্গলবার পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা ড: সুজাতা তেওয়ারি।
অনুষ্ঠানে প্রায় ৩০০ ছাত্রছাত্রী যোগ দেয়। সঙ্গীত, কবিতা, নৃত্য, বক্তৃতা, বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন ছিল অনুষ্ঠানে। পরিচালনা করেন অধ্যাপক মনোরঞ্জন ভট্টাচার্য, অনামিকা মাজি, অতনু বেরা, অভীক প্রধান প্রমুখ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, এনএসএস-র সম্পাদক অধ্যাপক ড: সুশান্ত দে।