আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো কাঁথির সরদা গ্রামে। বর্তমান সমাজে সমতা রক্ষায় মহিলা গোষ্ঠীর ভূমিকা, শিশু সুরক্ষায় মহিলা গোষ্ঠীর ভূমিকা, আয় উদ্যোগে মহিলা গোষ্ঠীর ভূমিকা ও পরিবেশ সুরক্ষায় মহিলা গোষ্ঠীর ভূমিকা এই চারটি বিষয়ে আলোচনা করা হয়।
কাজলা জনকল্যাণ সমিতির এই সম্মেলনের সভাপতিত্ব করেন মহাশ্বেতা গুচ্ছ সমিতির প্রতিনিধি চৈতালী পড়্যা। সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা তার প্রারম্ভিক বক্তব্যে বর্তমান সমাজে মহিলাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর কাঁথি বিধান সভার বিধায়ক বনশ্রী মাইতি, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, চন্দ্রশেখর মন্ডল, কাঁথি ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস, সামগ্রিক অঞ্চল উন্নয়ণ আধিকারিক উত্তম লাহা, দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ মল্লিক, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা, সঞ্চিতা পাল, সরদা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়নাব বেগম, পশুপতি নন্দী, আকবর আলী খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নীতিমালা পন্ডা।