আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ ডিসেম্বর: এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ইকরচালা কালীবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার ইকরচালা কালীবাড়ির পাশে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে এক মহিলার অর্দ্ধনগ্ন ক্ষতবিক্ষত মৃতদহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় বাসিন্দারা কেউই ওই মহিলার কোনও পরিচয় বের করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাইরের ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে ইকরচালা কালীবাড়ির পাশে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।