আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা এলাকার পারুলিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন নারায়ণগড় থানার পুলিশ ঘরের ভেতর থেকে খোকন ভোক্তা(৪৯)নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তারা তা বুঝে উঠতে পারছেন না।তবে পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত নেশা করার ফলে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নারায়ণগড় থানার পুলিশ।