জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: বৃহস্পতিবার রাতে বেলদা থানার ইসবপুর গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। মৃত মহিলার নাম- জয়ন্তী মিদ্দা (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ির ভেতরে দরজা লাগিয়ে গলায় ফাঁস লাগায় ওই মহিলা। রাত এগারোটা নাগাদ রাতের খাবার খাওয়ার জন্য তার ছেলে ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাকে ঝুলতে দেখে বেলদা থানায় খবর দেয়। আজ সকালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে বেলদা থানার পুলিশ।