আশিস মণ্ডল, সিউড়ি, ১১ মে: প্রচারের শেষ লগ্নেও না পাওয়ার ক্ষোভ পিছু ছাড়ল না বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। যদিও গ্রামের মহিলাদের ক্ষোভকে আমল না দিয়ে এলাকা ছাড়েন শতাব্দী।
১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভার নির্বাচন। শনিবার প্রচারের শেষ দিন। এদিন শতাব্দী রায় মহম্মদ বাজার ব্লক এলাকায় প্রচারে গিয়েছিলেন। মহম্মদ বাজারের মকদম নগর গ্রামে ঢুকতেই গ্রামের মহিলারা পানীয় জল, বাড়ি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তবে গ্রামের মহিলাদের ক্ষোভের গুরুত্ব দেননি শতাব্দী। শোনেননি সমস্যার কথা। গ্রামের বাসিন্দা মজিফা বিবি বলেন, “স্বামী মারা গিয়েছে। আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়ি ভেঙ্গে পড়েছে। কিন্তু এখনও বাড়ি পায়নি। আমরা শতাব্দীকে বলার চেষ্টা করেছিলাম। কিন্তু উনি আমাদের কথা শুনলেন না”।
ওহিদা বিবি বলেন, “গ্রামে পুকুর নেই। পানীয় জলের সমস্যা। অন্যের বাড়ি থেকে পানীয় জল আনতে হয়। জল আনতে গিয়ে গঞ্জনা শুনতে হয়। আমরা শতাব্দীকে সমস্যার কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু উনি শোনার চেষ্টা করল না”।
শতাব্দী রায় বলেন, “সব জায়গায় কাজ করা সম্ভব হয়নি। পরে দেখব”।