আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ ফেব্রুয়ারি:
হাতে বড় ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মদের দোকান বন্ধের দাবিতে শনিবার দুপুর থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকার কয়েকশো মহিলা। অভিযোগ, দোগাছিয়ার জন বহুল এলাকায় গত ডিসেম্বর মাসে একটি বার খোলা হয়। এর প্রতিবাদে এদিন সাড়ে ১২টা থেকে থানার ঘেরাও করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখালেন মহিলারা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গাইঘাটার দোগাছিয়ার জনবহুল এলাকায় রাস্তার পাশে একটি মদের দোকান খোলা হয়। খোলার দিন থেকে মহিলা পুরুষরা দোকানের উপর বার বার হামলা চালাতে যান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারী মহিলা রিঙ্কু বাইন বলেন, এমনিতেই অনেক বাড়ির পুরুষরা মদ খেয়ে এসে মহিলাদের মারধর করছে। এর জন্য অনেক সংসার নষ্ট হচ্ছে। এছাড়া যারা মদ খেয়ে বের হচ্ছে তারা বেসামাল হয়ে এলাকার মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। স্কুল পড়ুয়া ও মহিলাদের রাস্তা দিয়ে যাতায়াত করা দায় হয়ে পড়েছে। এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। কয়েকদিন আগে এর প্রতিবাদ করতে গ্রামের কয়েকশো মহিলা-পুরুষ মদের দোকান বন্ধের দাবি করে হামলা চালায়। সেই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রামবাসীদের উপর মামলা তুলে নিয়ে তাদেরকে মুক্ত করতে হবে। মহিলাদের সুরক্ষা দিতে মদের দোকান বন্ধ করতে হবে। তাদের দাবি নামলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তাঁরা। এদিন গাইঘাটা থানার পুলিশ জানিয়েছেন, বিক্ষোভকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।