Road, Chhatna, রাস্তার অবস্থা বেহাল, ধানের চারা লাগিয়ে প্রতিবাদে নামলেন ছাতনা গ্রামের মহিলারা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ আগস্ট: গ্রামের বেহাল রাস্তা মেরামতের কোনও ব্যবস্থা না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের বৃন্দাবনপুর গ্রামে।

বৃন্দাবনপুর সহ ৮টি গ্রামের ভরসা একটাই কাঁচা রাস্তা। সেই রাস্তার বেহাল অবস্থা। রাস্তা ভরে রয়েছে ছোট বড় গর্তে। বৃষ্টির জল ও কাদায় পূর্ণ সেই রাস্তা চাষ যোগ্য জমির রূপ নিয়েছে, তাই গ্রামের মহিলারা একসাথে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদে সরব হন।

এই ৮টি গ্রামের অধিবাসীদের স্কুল-কলেজ, অফিস- আদালত, হাসপাতাল থেকে শুরু করে বাজার, পঞ্চায়েত, থানা সব কিছুই নির্ভর করতে হয় এই রাস্তার ওপরে। বর্ষায় ওই রাস্তা দিয়ে হেঁটে চলাচলই অসম্ভব হয়ে পড়েছে।গ্রামবাসীদের বক্তব্য, স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এই অবহেলার প্রতিবাদ জানাতে রাস্তার কাদায় ধানের চারা লাগালেন তারা। তাদের দাবি, প্রতিবাদে সামিল হয়েছিলেন কয়েকটি গ্রামের মহিলারা।

বাঁকুড়ার ছাতনা ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের পড়াশিবনা, বৃন্দাবনপুর, কেলাই, তালারডাঙ্গা, জিয়াড়া সহ আট গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম পড়াশিবনা থেকে কেলাই পর্যন্ত এই রাস্তা। পড়াশিবনা থেকে বৃন্দাবনপুর পর্যন্ত দু’কিলোমিটার অংশ রীতিমতো বেহাল। সম্প্রতি ওই অংশে মাটি দিয়ে মেরামত করে স্থানীয় আড়রা গ্রাম পঞ্চায়েত। আর তাতেই জল কাদায় চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠেছে। বর্ষার জলে মাটি মিশে যাওয়ায় তা চাষের জমিতে পরিণত হয়েছে। গ্রামবাসীরা বলছেন, তারা চান স্থায়ী সমাধান।

আন্দোলনকারী মহিলাদের দাবি, ভোটের সময় নেতারা ভোট চাইতে গ্রামে আসেন। রাস্তার হাল ফেরানোর প্রতিশ্রুতি দেন, কিন্তু রাস্তা মেরামতের ব্যাপারে কোনও নেতা বা জনপ্রতিনিধিকে উদ্যোগী হতে দেখা যায়নি। অবিলম্বে রাস্তার হাল না ফিরলে বিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *