পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ আগস্ট: আরজিকর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য উত্তাল। সমাজে রাজনীতির দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তদের বেপরোয়া ঔদ্ধত্যের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ঐতিহাসিক ছাত্র আন্দোলনের অব্যবহিত পরে আরজিকরের ওই নৃশংস ঘটনায় সর্বস্তরের মানুষের ক্ষোভ এবং সক্রিয় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই আন্দোলনের ধারাবাহিকতায় আজ ১৪ আগস্ট “নারীরা রাত দখল করো” এই স্লোগানকে সামনে রেখে দলহীন একটি প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, কোলাঘাট, ভোগপুর, কাঁথি, তমলুক, মেচেদা, বুড়ারী, নোনাকুড়ি, রামতারক, নিমতৌড়ী প্রভৃতি স্থানে মহিলারা মোমবাতি মিছিল, মশাল মিছিল, গান, আবৃত্তি, বিক্ষোভ সভা সহ নানাভাবে ওই কর্মসূচিতে সামিল হন। নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি ও নাগরিক সুরক্ষা কমিটি ওই কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল।
নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আর জি কর হাসপাতালে যেভাবে রাতে ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।