সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুন: গ্রামে চলছে চোলাই মদের রমরমা ব্যবসা। প্রায় সময় পুরুষরা মদ খেয়ে অশান্তি করছে বাড়িতে। আর তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামের মহিলারা। তাই বাধ্য হয়ে গ্রামে মদের ব্যবসা রুখতে থানার দ্বারস্থ হলেন গ্রামের প্রমীলা বাহিনী। ঘটনাটি পুরুলিয়া জেলার কাশীপুর থানার আগরডি-চিত্রা অঞ্চলের চাকাডি গ্রামের। মদের ব্যবসা বন্ধ করার জন্য এদিন গ্রামের মহিলারা একজোট হয়ে কাশীপুর থানায় গিয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানালেন।
তাঁদের অভিযোগ, গ্রামের মধ্যেই অবাধে চোলাইয়ের কারবার চলছে। মদ্যপ অবস্থায় গ্রামের পুরুষরা সহজেই আসক্ত হয়ে পড়ছে। শুধু তাই নয়, ওই অবস্থায় বাড়িতে অশান্তি করছে। সংসারে নিত্যদিন ঝামেলা হচ্ছে। চোলাই সহজলভ্য হয়ে গিয়ে এই পরিস্থিতি হয়েছে। তাই গ্রাম থেকে চোলাইয়ের কারবার পুরোপুরি তোলার জন্য পুলিশের কাছে দাবি জানান তাঁরা।