আমাদের ভারত, হুগলী, ২১ অক্টোবর: প্রতিবেশীর মারে মৃত্যু মহিলার। মঙ্গলবার সকালে শ্রীরামপুর গার্লস কলেজের সামনের পার্সি লেনের ঘটনা। যায়না বিবি নামে ওই মহিলার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ঝামেলা হাতিম আনসারীর। সেই ঝামেলা গতকাল হাতাহাতিতে পৌঁছায়।
অভিযোগ, হাতিমের পাঁচ ছেলে মিল ঘর থেকে রাস্তায় বের করে বাঁশ ও রড দিয়ে মারে যায়না বিবিকে। এলাকার লোকজন ছুটে আসলে পালিয়ে যায় হাতিম ও তার পাঁচ ছেলে। যদিও গতকাল বিকেলেই গ্রেফতার হয় হাতিমের দুই ছেলে পাপ্পু আনসারী ও পোলো আনসারী। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আজ সকালে আহত যায়না বিবি কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান। ঘটনার পর থেকে পলাতক হাতিম সহ ৩ ছেলে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি এলাকার মানুষের।