আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ জানুয়ারি: রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার কাঁচরোল গ্রামের পাশে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। পুলিশের উপস্থিতিতেই মদের
ঠেকগুলিতে ব্যাপক ভাঙ্গচুর চালায় তারা।
রবিবার সকালে কাঁকরোল গ্রামে একটি মদের ঠেকের পাশে খালের ওপর সত্যরঞ্জন পাঁজা নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোলাঘাট বিট হাউস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করার সময় মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং মদের ঠেকগুলি বন্ধ করে দেওয়ার দাবি জানান। পুলিশকে বিক্ষোভ দেখানোর সময় একাধিক মদের ঠেকে ভাঙ্গচুর চালান এলাকার মহিলারা। পুলিশ মদের ঠেকগুলি বন্ধ করার আশ্বাস দেওয়ার পর মৃতদেহ উদ্ধার করে।