বনগাঁয় বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও ৬ মাস ধরে বন্ধ পরিষেবা, প্রতিবাদে রাস্তা অবরোধ মহিলাদের

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১২ সেপ্টেম্বর: বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার পরও ছয় মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রেখেছে বিদ্যুৎ আধিকারিকরা। বিভিন্ন সরকারি দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছেন গ্রামের কয়েকশো মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা আদিবাসী এলাকায়। গ্রামের সকলেই বিল না মেটালে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

মাস আটেক আগে থেকেই বিদ্যুতের টাকা মেটানোর জন্য বিদ্যুৎ দফতর জানায় ন’হাটা আদিবাসী পাড়ার কয়েকশো পরিবারকে। সময় মতো বিদ্যুৎ বিল না মেটানোর ফলে আদিবাসী পরিবারদের বিপিএল মিটারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ করা হবে না বলে তারা জানিয়েছিল। সেই মত ৬-৭ মাস আগে তারা বিল মিটিয়ে দিয়েছেন। কিন্তু বিল মেটানো সত্বেও দীর্ঘ দিন কেটে গেছে। এখনও তাদের বিদ্যুৎ সংযোগ করা হয়নি বলে অভিযোগ। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বার বার বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে শনিবার দুপুরে ন’হাটা গোপালনগর রোড অবরোধ করে স্থানীয় মহিলারা। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর গোপালনগর থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়।

স্থানীয় বাসিন্দা টুলু সর্দার, আসালতা বিশ্বাস বলেন, কোথায় গেল উন্নয়নের কান্ডারি? বিল মেটানোর পর সমস্ত সরকারি দফতরে জানিয়েও আমাদের অন্ধকারে থাকতে হয়েছে। কাকে নিয়ে গর্বের কথা বলছে রাজনৈতিক দলের কিছু অংশ? এমনিতেই লকডাউনের ফলে আয় নেই, অন্য দিকে বিদ্যুৎ না থাকায় বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা শিকেয় উঠেছে। কোনও নেতারা আমাদের সহযোগিতা করতে এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *