আমাদের ভারত, হাওড়া, ১ আগস্ট: অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় স্কুটির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম শান্তি মন্ডল (৫৫)। বাড়ি শ্যামপুর থানার নাউল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে শান্তি মন্ডল রাস্তা পার হওয়ার সময় বাগনান শ্যামপুর রোডে নাউল এলাকায় বাগনানের দিকে যাওয়া একটি স্কুটি তাকে ধাক্কা মারলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত দুজনকে পটলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শান্তি মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

