গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৮ ডিসেম্বর: বাঁশ গাছে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো আরামবাগ থানার পুলিশ। মৃতার নাম রেবতী হাজরা। তার বাড়ি আরামবাগের ডিহিবায়রার রায়পুর এলাকায়। ঘটনাটি ঘটে আরামবাগের মায়াপুর দু’ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরে। ঘটনাকে কেন্দ্র করে একাকায় চাঞ্চল্য ছড়ায়।
এলাকার বাসিন্দাদের কাছে জানাগেছে, বৃহস্পতিবার সকালে এলাকার কৃষকরা রাস্তা দিয়ে মাঠে কাজে যাওয়ার সময মৃতদেহটি দেখতে পান। এরপর আরামবাগ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

