কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: বৃহস্পতিবার সকালে ঘাটাল থানার
লক্ষ্মণপুর মৌজার বাইতিচকের মাঠের মিনি স্যালোর পাশে এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ। মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গৃহবধূর নাম প্রতিমা মল্লিক, বাড়ি চন্দ্রকোনা থানার ভোবলাতে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মাঠে একটি মিনি স্যালোর সামনে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।ঐ এলাকায় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবং ঘাটাল থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে কি করে ওই গৃহবধূর মৃতদেহ এখানে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষণ করে খুন করার বিষয়টিও পুলিশ একেবারে উড়িয়ে দিচ্ছে না। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ কি জানা যাবে। ঘাটাল থানার পুলিশ মহিলার স্বামীকে অাটক করেছে।