জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ অক্টোবর: শালবনি ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে বৃহস্পতিবার সকালে তমাল নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি নদীর ধারে পড়েছিল। এদিন সকালে বয়লা গ্রামের বাসিন্দারা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পানি মুরমু
(৫৫)। তার বাড়ি শালবনি থানার বান্ধগোড়া গ্রামে।
মৃতদেহটি কিভাবে এত দূরে এল এবং কি কারণে মহিলার মৃত্যু হয়েছে শালবনি থানার পুলিশ তা খতিয়ে দেখছে।