আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুন: এক মহিলার পচা-গলা দেহ উদ্ধার করল কেশিয়াড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার অন্তর্গত লেংগামারা এলাকায় রাস্তার ধারে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। স্থানীয়দের অনুমান ওই মহিলাকে কেউ খুন করে ফেলে দিয়ে গেছে। তাদের অনুমান দেহটি তিন চারদিন ধরে এখানে পড়ে ছিল। পরে কেশিয়াড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।