Woman, Petrapole, দিনভর ২ সন্তানকে নিয়ে পেট্রাপোলে বসে মহিলা, বাংলাদেশি বৌমাকে সীমান্তে রেখে হাওয়া কাকা শ্বশুর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ সেপ্টেম্বর: বাংলাদেশে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে দুই খুদে সন্তান-সহ অন্তঃসত্ত্বা বউমাকে সীমান্তে ফেলে পালিয়ে গেলেন কাকা শ্বশুর! অসহায় অবস্থায় দিনভর উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্তে দীর্ঘক্ষণ বসে রইলেন এক মহিলা। সঙ্গে কোনও পার্সপোট না থাকায় সোমবার সকালে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পেট্রাপোল থানার পুলিশ। এদিন ওই বাংলাদেশি মহিলাকে বনগাঁ আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম পারিমা আখতার। আসল বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।

পুলিশ সূত্রে খবর, ৬ বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের চার ও দু’বছরের দুই পুত্রসন্তান রয়েছে। পারিমার স্বামী মিলন ছোটবেলা থেকে মায়ের সঙ্গে বাংলাদেশে থাকতেন। বিয়ের পরও পারিমা ও মিলনের বাড়ি ছিল বাংলাদেশেই। কিন্তু ৯ মাস আগে স্বামীর সঙ্গে এপাড়ে চলে আসেন পারিমা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে থাকতে শুরু করেন। পারিমার অভিযোগ, ভারতে আসার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে। এসবের মাঝেই ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পারিমা।

এদিন তাকে সেখানে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা। তখন নিজের অসহায়তার কথা জানান তিনি। এরপর সোমবার সকালে খবর পেয়ে ওই অন্তঃসত্ত্বা পারিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পেট্রাপোল থানার পুলিশ। ওই মহিলা কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *