আমাদের ভারত, দিঘা, ১৩ জানুয়ারি: মালদার ইংলিশ বাজার থেকে দিঘায় বেড়াতে এসে ধর্ষিতা হলেন বছর পঞ্চাশের এক মহিলা। রবিবার সন্ধ্যেয় ট্রেনে করে বাড়ির ফিরে যাওয়ার কথা থাকলেও দেরি হওয়ায় কারণে ট্রেনটি ছেড়ে যায়। কি করবেন ভেবে না পেয়ে দিঘা রেলস্টেশনে অপেক্ষা করতে থাকেন। এই অবস্থায় স্টেশনে ঐ মহিলা সাথে পরিচয় জমায় আকাশ নামে বছর তিরিশের এক যুবক।
নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে ওড়িষায় চন্দনেশ্বরে সীতা নামে একটি বেসরকারি হোটেলে নিয়ে যায়। ঐ হোটেলে মহিলাকে জোর করে ধর্ষণ করে। তারপর সুযোগ বুঝে মহিলার দামি মোবাইল ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। অসহায় মহিলা হোটেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সাহায্য পায়নি। শেষমেষ তালসারি মেরিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওড়িষার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।