গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৭ ডিসেম্বর: এসআইআর- এর তথ্য যোগাড় করতে না পেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বদনগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কোকুন্দ এলাকায়। ওই মহিলার নাম জয়া ঘন্টেশ্বরী। বয়স ৪৩। আরামবাগ মহকুমা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।
জানাগেছে, ওই গৃহবধূর বাপের বাড়ি গোঘাটের কামারপুকুরের শ্রীপুর এলাকায়। বিয়ের আগেই তার বাবা মারা যান।তারই কদিন পরেই মা মারা যান। গত মাসে শুরু হয়েছে এসআইআর- এর ফর্ম ফিলাপ। কোনো কারণেই জয়া ঘন্টেশ্বরীর এসআইআর- এ নাম ওঠেনি। এরপর জয়াদেবীকে হেয়ারিং- এর জন্য নোটিশ পাঠিয়েছে। সেই নোটিসে উপযুক্ত ডকুমেন্টস- এর জন্য শুক্রবার তার ছেলে কৌশিক ঘন্টেশ্বরী কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন। পঞ্চায়েত জয়া দেবীর বাবা-মায়ের কোনো নথি দেখাতে পারেনি। এরপর কোনো তথ্য জোগাড় করতে না পেরে আতঙ্কে বিষ পান করেন। পরিবারে লোকজন তাকে আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গৃহবধূর ছেলে কৌশিক ঘন্টেশ্বরী জানান, বাবা ও মা কোকন্দ এলাকার ভোট কেন্দ্রে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছিলেন। তারপরেও এস আই আর ফর্মের তালিকায় মায়ের নাম নেই। সেই কারণে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে মা গিয়েছিল। পঞ্চায়েত দাদু ও দিদার কোনো নতি দেখাতে পারেনি। মা আরো চিন্তায় পড়ে যান। সেই কারণে মা বিষ পান করেন। মাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে নিয়ে গিয়ে ভর্তি করি। তিনি জানান, এসআইআর- এর জন্য মা এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

