আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি :
মেচেদা লোকাল ট্রেনে ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধারের পর আবার পূর্ব মেদিনীপুরের এগরায় আজ সকালে উদ্ধার হয় মহিলার মৃতদেহ। পূর্ব মেদিনীপুরের এগরা-দিঘা রাজ্য সড়কের এগরা থানার দোঁবাধী শনি মন্দির সংলগ্ন আইলানের কাছে সোমবার সকালে নয়ানজুলি থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক বিবাহিত যুবতীর ট্রলিব্যাগ বন্দি মৃতদেহ। বয়স আনুমানিক প্রায় ২৭ বছর।
এদিন রাস্তার ধারে নয়ানজুলিতে একটি ট্রলি ব্যাগ নজরে আসে স্থানীয় এক ব্যক্তির। ঘটনাটি জানাজানি হতেই এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই মহিলার মৃতদেহ কে বা কারা ট্রলি ব্যাগ বন্দি অবস্থায় ফেলে গেল তার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।