আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ফেব্রুয়ারি: খড়্গপুরের দক্ষিণ ইন্দা এলাকার চব্বিশ নম্বর ওয়ার্ডের মন্ডল পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে খড়গপুর থানার পুলিশ। ঘটনায় ইন্দা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্ডল পুকুরের জলে এক মহিলার অর্ধনগ্ন দেহ ভাসতে দেখে খড়গপুর টাউন থানায় খবর দেন। পুলিশ এসে পুকুর থেকে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলা স্থানীয় এলাকার নন। মৃতদেহটি উদ্ধারের সময় তার পরনে কামিজ থাকলেও নিম্নাংশে সালোয়ার ছিল না। এলাকার কোনও মহিলা নিখোঁজ রয়েছে কি না এবং ওই মহিলাকে ধর্ষণ করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখছে টাউন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।