নীল বনিক, আমাদের ভারত, ২০ ডিসেম্বর: শিল্পছাড়া রাজ্যের উন্নতি সম্ভব নয় বলে বনিক সভার অনুষ্ঠানে বললেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। শুক্রবার শহরের একটি বেসরকারি পাঁচতারা হোটেলে সর্বভারতীয় একটি বনিক সভার অনুষ্ঠান হয়। সেখানে এইকথা বলেন তিনি।
ফিরাদ হাকিম বলে, রাজ্যে সিমেন্ট শিল্পে বিপুল সম্ভবনা রয়েছে। তাই এই শিল্পে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে রাজ্য সরকার। গ্রামীণ বাংলায় সরকার পরিকাঠামোর উন্নতিতে মন দিয়েছে। যার ফলে গ্রামীণ বাংলায় প্রচুর রাস্তা, বাড়ি তৈরি হচ্ছে। আর এগুলি তৈরি করার জন্য প্রচুর সিমেন্টের প্রয়োজন হয়। এমনকি শহর এলাকাতেও আবাসন শিল্পে বিনিয়োগ বৃদ্ধি হচ্ছে। আগামী পাঁচ বছরে কলকাতায় পাঁচটি উড়ালপুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই দেরি না করে রাজ্যে সিমেন্ট শিল্পে বিনিযোগ করার কথা বলেন অনুষ্ঠানে আগত শিল্পপতিদের।
পাশাপাশি নতুন বছর এবং বড়দিনের শুভেচ্ছাও জানান।তিনি বলেন, সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। আপনারা ভালো করে বড়দিন ও নতুন ইংরেজি বছর ভালো করে কাটাবেন। সরকার সবসময় আপনাদের পাশে আছে।