স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: চুরির ঘটনার কিছুক্ষণের মধ্যেই কিনারা করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩৫ গ্রাম সোনা ও রুপোর অলংকার ও ২ লক্ষ ৭৭ হাজার নগদ টাকা।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে অশোক কুমার রায় নামে বিন্দোলের এক বাসিন্দা তার দাদার বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনার অভিযোগ জানান ভাটোল ফাঁড়িতে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তকারী অফিসার তার ফোর্স নিয়ে হানা দেন ঘটনাস্থলে। সেখানে তদন্ত করে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেন তারা। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিশ্বজিৎ দাস। সময় নষ্ট না করে পুলিশ কর্মীরা সটান হাজির হয় তার বাড়িতে। সেখান থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জেয়ার অভিযুক্ত চুরির অভিযোগ স্বীকার করলে শুরু হয় চুরি যাওয়া গয়নাগাটি ও টাকা উদ্ধারের কাজ। বাড়িতে তল্লাশি চালিয়ে নর্দমার পাশে টিউবওয়েলে প্লাটিকে মোড়ানো সোনা ও রুপোর অলংকারের পাশাপাশি নগদ ২ লক্ষ ৭৭ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ। এরপরেই অভিযুক্তকে ধরে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

ডিএসপি রিপণ বল জানিয়েছেন, চুরির ঘটনা সামনে আসতেই তৎপরতার সঙ্গে তদন্ত করে চুরি যাওয়া প্রায় ৩৫ গ্রাম সোনা, কিছু রুপোর অলংকার এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ধৃত যুবক ওই এলাকারই বাসিন্দা। মূলত নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এর আগেও এই ধরনের ছোটখাটো ঘটনা ঘটিয়েছে।

