সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ সেপ্টেম্বর: শুরুতেই বিপত্তি। উদ্বোধনের ২৪ ঘন্টা পার হতে না হতেই দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। আজ মেজিয়া থানার কালিদাসপুরে একটি বেসরকারি ইথানল তৈরির কারখানায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম শিবরাম প্রামাণিক। বাড়ি শালতোড়া থানার কেচকা গ্রামে। দুর্ঘটনার পর গুরুতর জখম শিবরামকে তড়িঘড়ি আসানসোলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের দেখা মেলেনি। দেখা গেল কিছু পুলিশ ও কারখানার কয়েকজন রক্ষী গেট আগলে রয়েছেন। তারা কেউ কথা বলতে চাইলেন না।
উল্লেখ্য, গতকালই বেশ ঘটা করে এই বেসরকারি ইথানল তৈরির কারখানাটির উদ্বোধন করেন দামোদর নদের দুই পারের দুই সাংসদ বাঁকুড়ার অরূপ চক্রবর্তী ও আসানসোলের শত্রুঘ্ন সিনহা। উদ্বোধনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এইভাবে কর্মরত এক শ্রমিকের মৃত্যু কর্তৃপক্ষের উদাসীনতাকেই প্রকট করে দিয়েছে। কারখানার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের হাতে উপযুক্ত ক্ষতিপূরণ ও একজনের স্থায়ী চাকরির দাবি করেছেন তারা।
যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।