সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৮ ডিসেম্বর: বিধায়কের আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ উঠলো কারখানার শ্রমিকদের। সাতদিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে অবস্থানরত শ্রমিকরা দুদিন ধরে চলা অবস্থান তুলে নিয়ে বলেন, এরপরেও যদি কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেন তাহলে তারা ফের ধর্নায় বসবেন।
বড়জোড়া শিল্প তালুকের হাট-আশুড়িয়ার কালিমাতা ভ্যাপার নামে একটি কারখানায় শ্রমিকরা শুক্রবার থেকে অবস্থান ধর্মঘট করছিলেন। শ্রমিক অসন্তোষের খবর পেয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি কারখানায় এসে শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।অবস্থান রত শ্রমিকদের বক্তব্য, তারা সারা মাস কাজ করার পরও মাসের শেষে সময় মত মাইনে পান না। ন্যূনতম মজুরিও দেওয়া হয় না। এছাড়াও পিএফ, ইএসআই কোনও কিছুরই সুবিধা নেই। পাশাপাশি এই সব ন্যায্য দাবি দাওয়া নিয়ে কথা বলতে গেলে কর্তৃপক্ষ ছাঁটাই করার হুমকি দেন। এমনকি যখন তখন বসিয়ে দেওয়া হয়। তাই আমরা সব সংগঠনের সদস্য শ্রমিকরা একজোট হয়ে ধর্নায় বসেছিলাম। অলকবাবু কথা দিয়েছেন, সাতদিনের মধ্যে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করবেন।
অলক মুখার্জি বলেন, আমি শ্রমিকদের বলেছি কাজ বন্ধ রেখে একটা কারখানায় উৎপাদন ব্যহত হোক এটা আমরা কেউ চাই না। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমি শীঘ্রই শ্রমিকদের নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করার চেষ্টা করবো। সমস্যা না মিটলে শ্রমিকরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে।