অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ জুলাই:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেন্দুগাড়ি ৭ নং অঞ্চলের সোনারীমারা গ্রামে ৭ দিন ধরে বিদ্যুৎ ছিল না, ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ার কারণে। এর ফলে গ্রামের মানুষ খুব অসহায় হয়ে পড়েছিল। বিদ্যুৎ না থাকার কারণে পানীয় জলের জন্য সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। এই সমস্যার কথা জানতে পারেন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি। সাথে সাথেই তিনি বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে ট্রান্সফরমার লাগানোর ব্যবস্থা করলেন।
আজ গোপীবল্লভপুর থানার এএসআই তপন ঘোষ বিদ্যুৎ বিভাগের কর্মীদের নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে নতুন টান্সফরমার লাগালেন। অবশেষে ৭ দিন পর বিদ্যুৎ আসল গ্রামে। গোপীবল্লভপুর থানার আইসির এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা।