অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: বইমেলা নিয়ে এই প্রতিক্রিয়া আলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রহেলী ধর চৌধুরীর। তাঁর বক্তব্য, “বাঙালির বারো মাসে তেরো পার্বণে বইমেলার ঠাঁই হয়নি বটে, কিন্তু আমার জীবনে প্রতিবারই বইমেলা আসে দুর্গাপূজা, দোলযাত্রা বা সরস্বতীপুজোর মতই মহাসমারোহে। বিশেষত এই বছরের বইমেলা বহু প্রতীক্ষার ফল। কোভিডের দাপটে বিগত দু – বছর বইপ্রেমীরা যে অপার সুখ থেকে বঞ্চিত হয়েছে, এ-বছর সুদে আসলে তা উসুল করে নেওয়ার পালা।
আর বইমেলা শুধু তো বই এর মেলা নয়, এর সাথে মিশে থাকে হাজারো নস্টালজিয়া; যে নস্টালজিয়া বাঙালির সম্পদ, বাঙালির গৌরব।
এই যে চারপাশের রাশি রাশি বইয়ের গন্ধ মেখে কচুরি-আলুর দম বা লেবু চা খাওয়ার আনন্দ, আর্ট কলেজের ছাত্রছাত্রীদের অপার্থিব প্রতিভার সামনে দাঁড়িয়ে নিজেকে তুচ্ছ ভাবার অনুভূতি, পৃথিবীর আর কোনও জাতি তার স্বাদ পেয়েছে কি?
শুধু যুদ্ধের বাজারে বইমেলা বড় বৈষম্যের মনে হয়, অর্থহীন বোধ হয়। মনে হয়, এই যে চারপাশে এতো বই, এত জ্ঞান, এত আলো, কই তা দিয়েও তো মনের জিঘাংসা, যুদ্ধের আঁধার ঘোচাতে পারলাম না…“।

