মেদিনীপুরে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে শীতকালীন বিশেষ শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি : রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)-এর জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে শীতকালীন বিশেষ শিবির শুরু হয়েছে। এই শিবির চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল ব্যানার্জি এবং মহাবিদ্যালয়ের চার জন প্রোগ্রাম অফিসার দেবযানী মুখার্জি, বিশ্বনাথ নাগ, নির্মাল্য কুমার সিনহা, শ্রেয়সী দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীরা।

অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এনএসএস-এর পতাকা উত্তোলনের মাধ্যমে, তারপর উদ্যান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি বিশেষ আলোচনা সভায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক প্রফেসর দেবীদাস ঘোষ “জনস্বাস্থ্যের উপর জীবন শৈলীর প্রভাব”-এর ওপর বক্তব্য রাখেন।

শিবিরের দ্বিতীয় দিন ৫ ফেব্রুয়ারি মহিলা মহাবিদ্যালয় ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েসনের মেদিনীপুর শাখার যৌথ উদ্যোগে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস-এর দত্তক নেওয়া গ্রাম মুড়াডাঙ্গাতে বিনামূল্যে দন্তচিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। গ্রামের প্রায় ৬০ জন অধিবাসী চিকিৎসার জন্য আসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ অর্ধেন্দু সামন্ত এবং ডাঃ পারমিতা গোস্বামী।

দ্বিতীয় দিনের বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া।তিনি নারীদের শিক্ষার অধিকার ও তাদের স্বাবলম্বী হওয়ার উৎসাহ দেন। জেলার শিশু সুরক্ষা আধিকারিক পীযূষ কান্তি রথ, নারীদের অধিকার এবং তাদের কীভাবে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা নিয়ে বক্তব্য রাখেন।

প্রতিদিনই এনএসএস-এর প্রায় একশো ভলান্টিয়াররা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ-ব্যায়াম, প্যারেড, অ্যাওয়ারনেস র‍্যালিতে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *