আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: ভারতের কোভিড পরিস্থিতি কী হতে চলেছে? সেক্ষেত্রে আগামী ৪০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ এর জানুয়ারির মাঝামাঝি থেকে ভারতে ফের কোভিড সংক্রমণ বাড়তে পারে। মহামারীর দুটি ঢেউ বিশ্লেষণের পর বুধবার এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি সূত্র বলে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এর আগে দেখা গেছে কোভিডের নতুন ঢেউ পূর্ব এশিয়ার আঘাত হানার ৩০ থেকে ৩৫ দিন বাদে ভারতে আঘাত হেনেছে। মহামারি শুরু থেকেই এই প্রবণতা দেখা গেছে। তবে একইসঙ্গে এবারের সংক্রমনের তীব্রতা যে অনেকটাই কম হবে সে বিষয়ে আশ্বস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রক।
স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের দাবি, নয়া ঢেউ দেখা না দিলে মৃত্যুর সংখ্যা ও হাসপাতালে কোভিড রোগীর ভর্তি সংখ্যা অনেকটাই কম হবে। চিন, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিডের সংক্রমণ ক্রমেই বাড়ছে। ভারত সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই আলাদা আলাদা ভাবে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও সেরেছেন।
জানা যাচ্ছে, কোভিডের তৃতীয় ঢেউ সামাল দিতে হিমশিম অবস্থা চিনের। সেখানে দাবানলের মত ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যে ভারতীয় বিএফ.৭ সনাক্ত করা হয়েছে। কোভিডের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী গত দুদিনে দেশের বিভিন্ন বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে ২৯ জন কোভিড পজিটিভ বলে জানাগেছে।