মুখ্যমন্ত্রী হবার পর কি মোহন যাদব মহাকাল নগরীতে রাত্রিবাস করতে পারবেন? কোন রহস্য লুকিয়ে এর পেছনে?

আমাদের ভারত, ১৫ ডিসেম্বর:
মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব উজ্জয়িনীর বাসিন্দা এবং সেখানকার একটি আসনের তিনি বিধায়ক। কিন্তু এখন কি তিনি নিজের শহরের বাড়িতে আর রাত্রি বাস করতে পারবেন? কারণ নিয়ম অনুযায়ী মহাকালের নগরী উজ্জয়িনীতে দ্বিতীয় কোনও রাজা রাত্রিবাস করেন না।

উজ্জয়িনীকে মহাকাল শিবের নগরী বলা হয়। মান্যতা রয়েছে যে উজ্জয়ানীর একজনই রাজা, তিনি খোদ মহাকাল। আর এই কারণেই মহাকালের নগরীতে দ্বিতীয় কোনও রাজা রাত্রি বাস করতে পারেন না। বহু যুগ আগেও নাকি কোনও রাজা-মহারাজা উজ্জয়িনীতে রাতে থাকতে না। এখনো কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ওখানে থাকেন না।

কিন্তু এখন মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তিনি নিজে উজ্জয়নীরই বাসিন্দা। মোহন যাদব উজ্জয়নীর দক্ষিণের বিধায়ক এবং উজ্জয়নীতেই থাকেন তিনি। ফলে এই বিষয়ে দোলাচল তৈরি হয়েছে। আদৌ কি মুখ্যমন্ত্রী হবার পর নিজের শহরে রাত্রি বাস করতে পারবেন তিনি?

মান্যতা অনুযায়ী মহাকালের নগরীতে দ্বিতীয় কোনও রাজার জায়গা নেই। তাই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী স্তরের কেউ ওখানে গিয়ে মহাকাল’কে দর্শন করলেও রাত হবার আগেই উজ্জয়িনীর সীমানা ছেড়ে দেন।

এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবর ২০২২ এ উজ্জয়িনী গিয়েছিলেন মহাকাল করিডরের উদ্বোধন করতে। মন্দিরে পুজো করেছিলেন কিন্তু রাত হবার আগেই তিনি উজ্জয়িনীর সীমানা ছেড়ে বেরিয়ে আসেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রায়শ’ই উজ্জয়িনী যেতেন। চলতি বছরের অক্টোবরে মহাকাল করিডোর ফেজ টু এর উদ্বোধন করতে গিয়েছিলেন। নভেম্বরেও মহাকাল মন্দিরে পুজো করেছেন, কিন্তু কখনোই তিনি উজ্জয়িনীতে রাত্রি বাস করেননি।

অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেখানে যান কিন্তু রাত্রি বাস করেন না। এমনকি সিন্ধিয়া রাজ পরিবারের কোনো সদস্য উজ্জয়িনীতে গিয়ে রাত্রি বাস করেন না। যেকোনো উচ্চ পদে থাকা ৯৯% পদাধিকারী এখানে রাত্রি বাস করেন না।

তবে কেউ কেউ এখানে থেকেছেন। ২০২১ এ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা উজ্জয়িনীতে গিয়েছিলেন এবং রাত্রিবাস করেন। কিন্তু তারপরেই এমনই পরিস্থিতি তৈরি হয় যে তাঁকে মু্খ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়। উজ্জয়িনী থেকে ফেরার কিছুদিন পরেই বিজেপি তাকে ইস্তফা দিতে নির্দেশ দেয়। বাসবরাজ বোম্বাইকে মুখ্যমন্ত্রী করা হয় কর্নাটকে। একইভাবে ১৯৭৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজ্জি দেশাই উজ্জয়িনীতে গিয়েছিলেন এবং রাত্রি বাস করেছিলেন। বলা হয় তার কিছুদিন পরেই তাঁর সরকার ক্ষমতাচ্যুত হয়। ফলে প্রশ্ন উঠেছে, মোহন যাদব এবার কী করবেন। মু্খ্যমন্ত্রী হলেও তিনি উজ্জয়িনীর বাসিন্দা। ফলে তিনি এই ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *