আমাদের ভারত, ২৬ অক্টোবর :
পরপর পাঁচটা ম্যাচে হার। এরপর পরপর চারটে ম্যাচে জয়। কিংস ইলেভেন পাঞ্জাব ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিল তালিকায় পঞ্চম স্থানে। অন্যদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স। এদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ১০ উইকেটে হারিয়ে দেয় ধোনির চেন্নাইকে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মাঠে শিশির ফ্যাক্টর হতে পারে। ফলে প্রথমে ব্যাট করলে এই মাঠে ১৬০-১৭০ রান করলে বিপক্ষের চাপে পড়ার সম্ভাবনা থাকবে। টসে জিতে এই পিচে বোলিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ানস।
গত ম্যাচে ব্যাট হাতে নারিন, নীতিশ রানা ও বল হাতে বিষাক্ত স্পিনের ভেলকিতে একাই শেষ করে দিয়েছিলেন বরুন চক্রবর্তী। অন্যদিকে পরপর পাঁচটা ম্যাচ হারার পরে পরের চারটে ম্যাচ জিতে পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল মন্তব্য মন্তব্য করেছিলেন জেতা আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি। এদিন কেকে আরকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসবে পাঞ্জাব। রাহুল কি পারবে জয়ের ধারা অব্যাহত রাখতে। নাকি কেকেআর থামিয়ে দেবে জয়ের রথ।