আমাদের ভারত, ২৭ অক্টোবর :
২০১৬ সালে পরপর তিন ম্যাচে জিতে প্লে অফে জায়গা করে নিয়েছিল সানরাইজ হায়দরাবাদ। সাড়ে চার বছর পরে ফের চ্যালেঞ্জের মুখে হায়দরাবাদ। চলতি আই পিএলে সানরাইজ হায়দরাবাদ মাত্র চারটে ম্যাচ জিতেছে, হারতে হয়েছে সাতটি ম্যাচ। পয়েন্ট টেবিল তালিকায় সানরাইজ আছে ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে সাত নম্বরে আছে। প্লে অফে পৌঁছাতে হলে শেষ তিনটে ম্যাচে সবকটিতেই জিততে হবে। তাদের লড়াই এখন দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ানস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। কিংস ইলেভেন পাঞ্জাবের মতোই তাদের ঘুরে দাঁড়াতে লড়াই দিতে হবে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধেয় সানরাইজ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস ১১ ম্যাচে ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিল তালিকায় দ্বিতীয় স্থানে আছে। এদিনে যে পিচে খেলা হচ্ছে সেই পিচে যত সময় গড়াবে পিচ ততই স্লো হয়ে আসবে। তাই দুটি দলই চাইবে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নিতে। এদিন টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও প্রথম সাক্ষাতে হায়দরাবাদের কাছে ১৫ রানে হারতে হয়েছিল। এদিন ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার পথ পরিস্কার করতে বদ্ধ পরিকর শ্রেয়স আয়ারও।