মুম্বই ম্যাচেই কি ঘুরে দাঁড়াবে ধোনিরা

আমাদের ভারত ডেক্স, ২৩ অক্টোবর: একটা দলের কাছে এই ম্যাচ জিতলে প্লে অফে যাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যাবে। অন্য দলটির কাছে এই ম্যাচ তো জিততেই হবে বাকি আরো তিনটে ম্যাচ জিতলে তবেই প্লে অফে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই এদিন ধোনিদের হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার স্বপ্ন দেখছে। অন্যদিকে ১০  ম্যাচে ৬ পয়েন্ট  নিয়ে টেবিল তালিকায় শেষে আছে ধোনির দল চেন্নাই।

অথচ টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিল ধোনিরা। উদবোধনী ম্যাচে চার বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ধোনির সিএসকে। কিন্তু পরে বাকি নয় ম্যাচে মাত্র দুটি ম্যাচ জিতেছে তারা। ফলে ৬ পয়েন্ট পেয়ে তারা বিদায়ের মুখে। রাজস্থান রয়্যালসের কাছে শেষ ম্যাচে হারার পর ধোনি নিজেই জানিয়েছিলেন শেষ চারে ওঠার স্বপ্ন  তাদের দলের কাছে শেষ হয়ে গেছে। কিন্তু শেষ চারটে ম্যাচ যদি ধোনির দল জিতে যায় তাহলে  ১৪ পয়েন্ট পাবে তারা। সেক্ষেত্রে অনেক কিছুই ফের বদলে যেতে পারে। যদিও মুম্বই দল দুরন্ত ছন্দে আছে।ব্যাটিংয়ে রোহিত, ডি কক, সূর্যকুমার। বল হাতে বুমরাহ, বোল্ট কম রান খরচ করে প্রয়োজনীয় উইকেট তুলে নিচ্ছেন।

ধোনির দলের বড়ো সমস্যা ডু প্লেসি, ওয়াটশন, রায়ডুদের রানে ধারাবাহিকতা নেই। ধোনি নিজেও টুর্নামেন্টে জ্বলে উঠতে পারেনি। চোট পেয়ে ছিটকে গেছেন ডোয়েন ব্রাভো। তাই এদিন খেলার সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরের। গত বারের আইপিএলের সর্বাধিক উইকেট শিকারি এদিন একটা ম্যাচেও সুযোগ পায়নি।  বিগত কয়েকটা ম্যাচে দেখা গেছে পিচ মন্থর হয়ে আসছে। সুযোগ পেলে ইমরান তাহির মরণ বাঁচন ম্যাচে কী ভেলকি দেখায় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *