সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুলাই: জঙ্গলে নতুন অতিথি এসেছে। খুশি ওঁরা। বুনো হাতির আতঙ্কের মধ্যেও গজ শাবকের জন্ম হওয়ায় এই খুশির দৃশ্য দেখা গিয়েছে অযোধ্যা পাহাড় লাগোয়া কোটশিলার বিস্তির্ণ জনপদে। একই সঙ্গে বাচ্চা প্রসবের পর মা রক্ষণশীল ও হিংস্র হয়ে উঠে। তাই শাবক সহ হাতির দলটি যে এলাকায় রয়েছে সেই মামুডি- অযোধ্যা রাস্তা পুলিশের সাহায্যে বন্ধ করল বন দফতর।
স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কোটশিলা বনাঞ্চলের অযোধ্যা পাহাড়ের মামুডি গ্রামের কাছে জঙ্গলের ভিতরে একটি হাতির বাচ্চার জন্ম হয়। এই সময় হাতি একটু উগ্র থাকে। তাই খামার গ্রাম থেকে অযোধ্যার হিলটপ যাওয়ার রাস্তা মামুডি গ্রামে থেকে বন্ধ করা হয়েছে। এই সময় যাতে যাতায়াতকারীরা বিপদে না পড়েন তাই এই ব্যবস্থা নিয়েছে।
এই প্রসঙ্গে স্থানীয় বোঁকা মুর্মু ও ডোমেন সরেন জানান, “আমাদের এই জঙ্গলে নতুন অথিতি আসায় আমরা খুশি। বনদফতর থেকে এলাকাবাসীর সুরক্ষার জন্য যে ব্যবস্থা নিয়েছে তাকে স্বাগত জানাই। আমরাও চাই না কোনও বহিরাগতরা এই জঙ্গলে এই সময় যাতায়াত করে হাতির দলকে উত্যক্ত করুক।”