জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের পলাশিয়া এলাকার বাসিন্দারা হাতির তান্ডবে অতিষ্ট। কয়েকদিন ধরেই ওই এলাকায় ২৫/৩০ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে। যখন তখন নেমে পড়ছে চাষের জমিতে। এর ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের।
আজ বৃহস্পতিবার সকালেও হাতির দলটি ধানের জমিতে নেমে তান্ডব চালিয়েছে। গ্রামবাসীরা তাড়া করলে হাতির দলটি পাশের জঙ্গলে ঢুকে পড়ে। গত কয়েকদিন ধরে এলাকায় হাতির তান্ডব চললেও বনদপ্তরের পক্ষ থেকে হাতি তাড়ানোর কোনও রকম পদক্ষেপ না নেওয়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমছে। তবে বনদপ্তরের পক্ষ থেকে হাতিগুলিকে উত্ত্যক্ত না করতে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।